চণ্ডীতলা প্রম্পটার এর প্রযোজনায় ২৭ ফেব্রুয়ারি গিরিশ মঞ্চে, মঞ্চস্থ হয়ে গেল নাটক মুক্তিসূর্য ক্ষুদিরাম। ভারতের স্বাধীনতা সংগ্রামে বিপ্লবী ক্ষুদিরামের ভূমিকা, অবদান, আত্ম বলিদানের কথা আমরা সকলেই জানি। এবার তার জীবনের ঘটনাকেই নতুন আঙ্গিকে তুলে ধরা হল। এ নাটকে উঠে আসে তিন বয়সের ক্ষুদিরাম। নাটকটির নাটককার প্রদীপ রায়। নির্দেশনায় শ্যামল সরকার। প্রদীপ রায় এর কথায়, স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে তিনি এই নাটকটি নির্মাণ করেছেন। বললেন, ‘বাচ্চারাও যাতে এর থেকে অনুপ্রাণিত হয় সেজন্য তিন বয়সের ক্ষুদিরামকে তুলে ধরেছি এই নাটকে’। বিরতিহীন ১ ঘণ্টা ৪০ মিনিটের এই নাটক মন ছুঁয়ে যায় দর্শকদের। সকলের অভিনয়ই বেশ সাবলীল। ভালো লাগে ছোট ক্ষুদিরামের চরিত্রে অর্ণব পালুই, কিশোর ক্ষুদিরামের ভূমিকায় নীলাদ্রি রায় এবং পরিণত বয়সের ক্ষুদিরামের চরিত্রে সত্যম ঘোষের অভিনয়। অন্যান্য চরিত্রে ছিলেন আরত্রিকা চৌধুরী, অন্বেষা মুখার্জী, তমসা ঘোষ, অরূপ চৌধুরী, কৃষ্ণেন্দু ভট্টাচার্য, আদিত্য নারায়ণ ভট্টাচার্য্য, প্রদীপ রায়, দেবজ্যোতি রায়, সম্প্রীতা চক্রবর্তী, অয়ন রায়, সৌরিমা তপাদার, দেবাশিস রায়, সমীর রায়, রীতম পান, রনাক মুখার্জী, রিয়ান মুখার্জী প্রমুখ। এই নাটকে আবহ (বন্দন মিশ্র), নৃত্য (কোরিওগ্রাফি, প্রিয়াঙ্কা ঘোষ), আলো (পলাশ দাস) এবং গান যোগ্য সঙ্গত করেছে।