মুম্বই: রবিবার সন্ধ্যায় মুম্বইয়ের এক হাসপাতালে ভর্তি করা হয়েছিল অভিনেত্রী তনুজাকে (Tanuja)। বার্ধক্য জনিত অসুস্থতার কারণেই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। জুহুর এক হাসপাতালের আইসিইউতে তাঁর চিকিৎসা শুরু হয়। তবে ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে উঠবেন সে আশ্বাসও দিয়ে ছিলেন চিকিৎসকরা। সোমবার জানা গেছে, তনুজার (Tanuja) শারীরিক অবস্থার উন্নতি হয়ছে, তিনি সুস্থ হয়ে উঠছেন। কিছুদিনের মধ্যেই তাঁকে আইসিইউ থেকে ছেড়ে দেওয়া হবে।

 

অজস্র বাংলা এবং হিন্দি ছবিতে অভিনয় করেছেন তিনি। বিয়ে করেন পরিচালক সোমু মুখোপাধ্যায়কে। তাঁর দুই মেয়ে কাজল(Kajal) ও তানিশা(Tanisha)। ১৯৫০ সালে ‘হামারি বাড়ি’ ছবি দিয়ে অভিনয় শুরু। সিনেমার নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন ১৯৬১ সালের ‘হামারি ইয়াদ আয়েগি’ তে। তারপর আর ফিরে তাকাতে হয়নি। ‘জ্যুয়েল থিফ’, ‘হাতি মেরে সাথী’, ‘মেরে জীবন সাথী’ র মত একের পর এক সিনেমায় অভিনয় করেছেন। বাংলা সিনেমাতেও তাঁর অবদান কম নয়। ‘দেয়া নেয়া’, ‘অ্যান্টনি ফিরিঙ্গি’, ‘রাজকুমারীর’ মত উল্লেখযোগ্য বাংলা সিনেমায় অভিনয় প্রশংসনীয়।