মঞ্চে দঁড়িয়ে গিটার হাতে শান্ত হয়ে গান গাওয়া, মাঝে মাঝে মুচকি হেসে দর্শকদের দিকে হাত নাড়া তিনি অরিজিৎ সিং । জিয়াগঞ্জের ভূমিপুত্র বর্তমান সঙ্গীত জগতের উজ্জ্বল নক্ষত্র। যার গানে মুগ্ধ আট থেকে আশি। সব রকম ভাষায় গান গাইতে তিনি সাবলীল। অরিজিৎ সিং এর কনসার্ট মানেই লক্ষ লক্ষ লোকের সমাবেশ। অনেক সময় টিকিট পাওয়াই দুষ্কর হয়ে যায়।

 

সিনেমা হোক বা মঞ্চ অরিজিৎ সিং এর গান মানেই শ্রোতাদের কাছে আলাদা উন্মাদনা। তবে এত উন্মাদনা পছন্দ নয় গায়কের। সম্প্রতি চণ্ডীগড়ে একটি মিউজিক শো ছিল তার। থিকথিকে ভিড়। সুরের জাদুতে মুগ্ধ উপস্থিত দর্শক। একের পর এক গান গাইছেন তার গানের ঝুলি থেকে। দর্শকদের উচ্ছাসও চোখে পড়ার মত। অটোগ্রাফও দিয়েছেন গানের ফাঁকে। তবে অতিরঞ্জিত কোনও কিছুই পছন্দ করেন না তিনি। হঠাৎই গান গাইতে গাইতে মেজাজ হারায় তার। কী এমন হল যে শান্ত স্বভাবের গায়ক রেগে গেলেন? কনসার্টে স্টেজের সামনে চলে এসে ছিলেন দর্শকদের একাংশ। কেউ কেউ উত্তজিত হয়ে টুপি, রুমালও ছুঁড়েছেন। ঠিক তখনই হাঁটু গেঁড়ে বসে তীব্র কণ্ঠে বলেন “এখানে গান গাইতে এসেছি, অনেকক্ষণ ধরে এসব দেখছি। আমি কিন্তু এগুলো করতে এখানে আসিনি। তাই অনুরোধ করছি এগুলো বন্ধ করুন”। পরে অবশ্য টুপি, রুমাল সরিয়ে সুরের ছন্দে ফেরেন অরিজিৎ।