থিয়েটার জগত এবং বাংলা সিরিয়াল জগতের একজন জনপ্রিয় অভিনেতা হলেন সপ্তর্ষি মৌলিক(Saptarshi Moulik)। মূলত থিয়েটারের মাধ্যমেই পেয়েছেন জনপ্রিয়তা । তারপর অভিনয় করেছেন বেশ কিছু ধারাবাহিক এবং সিনেমাতে। স্টার জলসায় তাকে বেশ জনপ্রিয় চরিত্রে  দেখা যায়। বর্তমানে অভিনয় করছেন জি বাংলার নতুন ধারাবাহিক ‘অষ্টমী’তে।

 

 এখানে তাকে দেখা যাচ্ছে আয়ুষ্মানের চরিত্রে। ইতিমধ্যে চরিত্রটা তাকে বেশ জনপ্রিয়তা দিয়েছে। চরিত্রটা একটু অন্যরকম। আয়ুষ্মান নিজের বাবার ভালোবাসা পায়নি। তাও সে বাবার সান্নিধ্যে থাকতে চায়। বাবার মন পাওয়ার জন্য সে খুবই চেষ্টা করে কিন্তু কিছুতেই বাবার মন পায় না। বাবা মনেই করে না সে তার যোগ্য সন্তান। তাই পরিবারের থেকে সে আলাদা। এভাবেই চলছে পর্দায় তার জীবন। আয়ুষ্মান এখনো পর্যন্ত দর্শকদের চোখে সেরা চরিত্র।

 

 পর্দার চরিত্রের সঙ্গে বাস্তবের চরিত্রের কি কোন মিল আছে? তিনি জানান একেবারেই না। তিনি পরিবারের ভালবাসা পেয়েছেন এবং ভালোবাসা দিয়েছেন। তার কথায় ‘আমি অতটা উদার নই। সে আমাকে ভালোবাসে না কিন্তু আমি তাকে ভালোবাসি এমনটা হয়নি।’ এর পরে তাকে জিজ্ঞেস করা হয় তিনি মানুষ চিনতে কি ভুল করেন?

 

 এর উত্তরে তিনি জানান ‘আমি মানুষ চিনতে মোটামুটি ভালোই পারি। আমি খুব একটা এরকম নই যে কোন মানুষকে অন্ধভাবে বিশ্বাস করে সে যেটা বলছে সেটা করলাম। আমি যেটা ভেবেছি  সেটা করেছি। তার সাথে যদি মনে হয় আমার সম্মানহানি হচ্ছে আমি কখনোই কোন  সম্পর্কে থাকব না ।সেটা শুধু প্রেম বলে নয় খুব একটা বেশি দিন টিকিয়ে রাখতে পারিনি। আমি খুব স্পষ্ট কথা বলতে পছন্দ করি’।

 

 ‘অষ্টমী’ ধারাবাহিক সুপারন্যাচারাল ধারাবাহিক। এই ধারাবাহিকে দেখানো হয়েছে এক দেবীকে। পর্দার আয়ুষ্মান বাবার মতো ঈশ্বর বিশ্বাসী। বাস্তবেও কি তাই? এর উত্তরে জানা যায় ছোটবেলায় নাস্তিক ছিলেন। কিন্তু বয়সের সাথে সাথে অনেকের প্রতি দায়িত্ব থাকায় সবাইকে ভালো রাখতে ঈশ্বরে বিশ্বাসী।

 

আরও পড়ুন: Herbal Facial: ফেসিয়াল করেন? জেনে নিন হারবাল ফেসিয়ালের উপকারিতা