prasenjeet and anupam for new song release

১৯ অক্টোবর মুক্তি পেতে চলেছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘দশম অবতার’ (DawshomAwbotaar)। এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জয়া আহসান, অনির্বাণ ভট্টাচার্য এবং যিশু সেনগুপ্ত।প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জন্মদিনে মুক্তি পেয়েছে ‘দশম অবতার’-এর নতুন গান ‘আমি সেই মানুষটা আর নেই’।

 

ছবির সংগীত পরিচালনা করেছেন অনুপম রায়। নতুন গানেই মিলেছে গল্পের আভাস। ‘আমি সেই মানুষটা আর নেই’ গানটিতে নিখুঁত ভাবে ফুটিয়ে তোলা হয়েছে মানুষের অনুভূতি ক্ষয়, মানসিক বিপর্যয়, মানবতার মৃত্যু। অনুপম রায়ের গাওয়া এই গান ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।অনুপম রায়ের লেখা এবং সুরে এই মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যীশু সেনগুপ্ত এবং অনির্বাণ ভট্টাচার্যকে।অনুপমের কথায়, ‘এই গানটা আমার মনের খুব কাছের। আশা করি সকলের ভালো লাগবে।’

আরও পড়ুনঃ New Movie: মুক্তি পেতে চলেছে ঋতুপর্ণা সেনগুপ্তের নতুন ছবি “হম তুমহে চাহতে হ্যায়”

 

গানটি প্রকাশ্যে আসার পর প্রযোজনা সংস্থা এসভিএফ-এর তরফে জানানো হয়েছে, ‘আমরা সবাই যে মানুষটা ছিলাম কোনও একসময়, যে মানুষটা হতে চেয়েছিলাম একদিন, ধাক্কা খেতে খেতে সেই মানুষটা কোথায় হারিয়ে যায়! সেই বদলে যাওয়া, হেরে যাওয়া মানুষদের গল্প বলে ‘আমি সেই মানুষটা আর নেই’।’