deb baghajatin new poster

শুক্রবার সকালে মুক্তি পেলো দেবের (Dev) আপকামিং সিনেমা বাঘাযতীনের (Bagha Jatin) নতুন পোস্টার। বাঘাযতীন (Bagha Jatin) নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গেছে টলি পাড়ায়। তবে এই নতুন পোস্টারে নতুন লুকে ধরা দিলেন দেব (Dev)। গালে কাটা দাগ, কম্বল ঢাকা শরীর, একগাল দাড়ি মাথা ভর্তি চুল একবার দেখলে মনে হতেই পারে এটা কোন পথের ভিক্ষুক। কিন্তু আসলে তা নয়। 

 

View this post on Instagram

 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

ইনস্টাগ্রামে শুক্রবার সকালে এই পোস্টটি করে তিনি লেখেন ‘যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় শুধুমাত্র ভারতবর্ষের স্বাধীনতা চাননি। তিনি চেয়েছিলেন ভবিষ্যতে প্রত্যেক ভারতবাসীর চিন্তনের স্বাধীনতা, মননের স্বাধীনতা। বাংলা মায়ের মাটির সন্তান বাঘাযতীন (Bagha Jatin) এর অমরগাথা প্রথমবার বড় পর্দায় নিয়ে আসছি আমরা এই দুর্গা পূজোয়’। 

baghajatin look
Bagha Jatin Look

তবে বছর কয়েক আগেও দেবের (Dev) এরকমই একটি ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছিল সেটা ছিল দেবের ধুমকেতু সিনেমার একটি বিশেষ লুক। যদিও কোন অজ্ঞাত কারণে সেই ছবি এখনো মুক্তি পায়নি। এবং গত কয়েক বছর ধরে দেশ কিন্তু নিজের চিরাচরিত সিনেমার কনসেপ্টটা অনেকটা পাল্টে ফেলেছেন। গত বছরে রিলিজ করেছে প্রজাপতি তারপর ব্যোমকেশ, গোলন্দাজ মতো সিনেমা। বোঝাই যাচ্ছে এবার বাস্তব চরিত্র বা গল্পনির্ভর সিনেমার দিকেই বেশি নজর দিচ্ছেন এই অভিনেতা। অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করছেন নিয়মিত। তবে অরুণ রায় পরিচালিত দেবের নতুন সিনেমা বাঘাযতীন (Bagha Jatin) এবারে পূজোতে বাঙালির মন কতটা জয় করতে পারে সেটাই দেখার।

আরও পড়ুনঃ Jeet Movie: গনেশ চতুর্থীতে মানুষের পোস্টারে নয়া চমক

তবে এই একটা লুক নয়। বাঘা যতীনের মত স্বাধীনতার সংগ্রামীর জীবনকে পর্দায় ফুটিয়ে তোলার জন্য একাধিক লুকে দেখা যাবে দেবকে (Dev)। তবে শুক্রবার দিন যে লুকেকে দেবকে দেখা গেছে তা সত্যিই অভাবনীয়। তবে এই মেকআপও কিন্তু সোমনাথ কুন্ডুর। এর আগেও তিনি তার প্রস্থেটিক এবং মেকাপের জাদুতে প্রসেনজিৎ কে নেতাজি, যীশু সেনগুপ্তকে ভাওয়াল সন্ন্যাসী সাজিয়েছেন এবার তার হাতের কেরামতিতে দেবকেও তিনি বাঘাযতীন (Bagha Jatin) বানালেন।

Dev as Baghjatin
Dev as Bagha Jatin

বাঘাযতীন (Bagha Jatin) ছিলেন ব্রিটিশ বিরোধী বাঙালি বিপ্লবী নেতা তার ভালো নাম ছিল যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। কিন্তু বাঘাযতিনর নামেই তিনি সকলের কাছে পরিচিত। খালি হাতে বাঘ হত্যা করার পরেই তাকে বাঘাযতীন নামে অভিহিত করা হয়। মাত্র ৩৬ বছর বয়সে দেশের জন্য জীবন উৎসর্গ করে মৃত্যুবরণ করেন এই বীর যোদ্ধা।

bagha jatin poster
Bagha Jatin new Look

উনিশে অক্টোবর পুজোর সময় দেবের (Dev) এই নতুন সিনেমার রিলিজ। শুধু অভিনয় নয় এই সিনেমার পরিচালকও তিনি নিজেই ‘প্রজাপতি’র সাফল্যের পর দেখা যাক তার এই নতুন সিনেমা কতটা সাফল্য এনে দিতে পারে।

 

GossipyBong