কলকাতা: বাসবদত্তা চ্যাটার্জি ইন্ডাস্ট্রির পরিচিত মুখ। দীর্ঘ ১৩ বছর তিনি অভিনয়ের সঙ্গে যু্ক্ত। নিয়মিত সিরিয়াল এবং সিনেমায় কাজ করেন। এবার তিনি ওয়েব সিরিজে কাজ শুরু করলেন। বাসবদত্তা চট্টোপাধ্যায়কে এ বার দেখা যাবে ‘শক্তিরূপেণ’ ওয়েব সিরিজ়ে। প্রথম ওয়েব সিরিজ়ে রাজি হওয়ার নেপথ্যে কারণ কী? অভিনেত্রী হেসে বললেন, ‘‘গল্প এবং চরিত্র পছন্দ হয়েছিল। এর আগেও প্রতিবাদী চরিত্রে অভিনয় করেছি। কিন্তু দময়ন্তী চরিত্রটা একটু আলাদা। চরিত্রটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। ছোট চরিত্র হলেও আমার সমস্যা নেই। কিন্তু সেটা যেন মানুষের মনে দাগ কাটতে পারে সে দিকে খেয়াল রাখার চেষ্টা করি।’’ তাই এক সময় অভিনেত্রীকে যে অনেক প্রস্তাব ফিরিয়ে দিতে হয়। অভিনেত্রী জানালেন চিত্রনাট্য নির্বাচনের ক্ষেত্রেও তাঁর নিজস্ব কিছু শর্ত রয়েছে।

 

মাঝে ছোট পর্দা থেকে তিন বছরের বিরতি নিয়েছিলেন বাসবদত্তা। তাঁর ঝুলিতে রয়েছে ‘আসা যাওয়ার মাঝে’, ‘রক্তরহস্য’, ‘অভিযান’ এর মতো ছবি। তার পরেও তাঁকে ছবিতে কম দেখা যায় কেন? তিনি বললেন, ‘‘যখন চুটিয়ে সিরিয়াল করতাম, ডেট এর সমস্যায় অনেক কাজ করতে পারিনি। আবার অনেকে ডাকবেন বলে পরে আর যোগাযোগ করেননি।’’ কথা প্রসঙ্গেই একটি তিক্ত অভিজ্ঞতা শোনালেন বাসবদত্তা। এক বার ইন্ডাস্ট্রির এক প্রথম সারির পরিচালক তাঁর থেকে ১০ দিনের সময় চেয়েছিলেন। সেই মতো সিরিয়াল থেকে বিরতিও নেন অভিনেত্রী। কিন্তু সেই কাজে তিনি শেষ পর্যন্ত সুযোগ পাননি। বাসবদত্তা বললেন, ‘‘খবরের কাগজে পরে জানলাম আমার জায়গায় অন্য কেউ সুযোগ পেয়েছে। আমি পরিচালককে কড়া ভাষায় মেসেজ করে জানিয়ে দিয়েছিলাম যে, ওঁর সঙ্গে আর কোনও দিন কাজ করব না।’’ টলিপাড়ায় শিল্পীকে না জানিয়ে তাঁর পরিবর্তে অন্য কাউকে নেওয়ার প্রবণতা বেশি বলেই মনে করেন বাসবদত্তা। বললেন, ‘‘মুম্বইয়ের প্রচুর কাজের অডিশন দিই। কিন্তু নির্বাচিত না হলে বা অন্য কাউকে নিলে ওঁরা কিন্তু সেটা জানিয়ে দেন। কিন্তু ডেট নিয়ে তাঁকে ঝুলিয়ে রাখা অসভ্যতা বলেই মনে হয়। আর এখানে সেটা খুব বেশি হয়।’’ তবে এর ব্যতিক্রমও যে রয়েছে সে কথাও উল্লেখ করতে ভুললেন না অভিনেত্রী।