bank strike

ডিসেম্বর 2023 থেকে জানুয়ারি 2024 পর্যন্ত ১৩ দিন ব্যাঙ্ক ধর্মঘট থাকবে। অল ইণ্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়ি অ্যাসোসিয়েসন একটি বিজ্ঞপ্তি করে জানিয়েছে যে 4 ডিসেম্বর থেকে 20 জানুয়ারি পর্যন্ত ব্যাঙ্ক ধর্মঘট থাকবে।

 

ব্যাঙ্ক কর্মচারীদের ধর্মঘটের কারণ

ব্যাঙ্কগুলোর তরফ থেকে তিন দফা দাবি জানানো হয়েছে।

  1. ব্যাঙ্কে পর্যাপ্ত আউটসোর্সিং স্টাফ নিতে হবে।
  2. ব্যাঙ্কে স্থায়ী চাকরির আউটসোর্সিং বন্ধ করতে হবে।
  3. আউটসোর্সিং সংক্রান্ত বিপি সেটেলমেন্টের বিধান ও লঙ্ঘন বন্ধ করতে হবে।

 

ডিসেম্বরের কবে কবে ব্যাঙ্ক ধর্মঘট থাকবে

4 ডিসেম্বর: PNB, SBI , পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক

5 ডিসেম্বর: ব্যাঙ্ক অফ বরোদা, ব্যাঙ্ক অফ ইণ্ডিয়া

6 ডিসেম্বর: কানাড়া ব্যাঙ্ক , সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইণ্ডিয়া

7 ডিসেম্বর: ইণ্ডিয়ান ব্যাঙ্ক, ইউকো ব্যাঙ্ক

8 ডিসেম্বর: ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইণ্ডিয়া, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র

11 ডিসেম্বর: বেসরকারি ব্যাঙ্ক

 

জানুয়ারিতে কোন কোন দিন ধর্মঘট

2 জানুয়ারি: তামিলনাড়ু, কেরল, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক, পুদুচেরি, আন্দামান, নিকোবর, লাক্ষাদ্বীপের ব্যাঙ্ক বন্ধ থাকবে।

3 জানুয়ারি: গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, দাদর, দমন, দিউ

4 জানুয়ারি: রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়

5 জানুয়ারি: দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, জম্মু-কাশ্মীর, লাদাখ , উত্তরাখ্ড, হিমাচল প্রদেশে ব্যাঙ্ক ধর্মঘট।

6 জানুয়ারি: পশ্চিমবঙ্গ, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড, আসাম, ত্রিপুরা, মেঘালয়,মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম, অরুণাচলপ্রদেশ, সিকিম

19, 20 জানুয়ারি: এই দুদিন সারা দেশে ব্যাঙ্ক ধর্মঘট থাবে।