আবারও দ্রুত বাড়ছে করোনা (Corona Virus)। দেশে JN1 সাব ভ্যারিয়েন্ট নিয়ে তৈরি হয়েছে আশঙ্কা। দক্ষিণ ভারতে মারাত্মক ভাবে বাড়ছে করোনার এই সাব ভ্যারিয়েন্ট (Corona sub variant)। কলকাতাতেও খোঁজ মিলেছে ভাইরাসের। তারপর থেকেই বাড়ছে উদ্বেগ। এই পরিস্থিতিতে কি টিকা নেওয়া আবশ্যক?

 

এই বিষয়ে মতামত জানালেন INSACOG প্রধান চিকিৎসক এনকে অরোরা। ANI কে দেওয়া সাক্ষাতকারে তিনি বলেন এই সাব ভ্যারিয়েন্টের কারণে অতিরিক্ত টিকা (Corona Vaccine) নেওয়ার কোনও প্রয়োজন নেই। তার বক্তব্য অনুযায়ী ‘যারা ৬০ বছর বা তার বেশি বয়সী তাদের করোনা থেকে বাঁচার জন্য সাবধানতা অবলম্বন করা জরুরি। যাদের কোমর্বিডিটি রয়েছে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলক ভাবে কম। এই মুহুর্ত সাবধানতা মেনে চললেও অতিরিক্ত টিকা (Corona Vaccine) নেওয়ার প্রয়োজন নেই। ওমিক্রনের একাধিক সাব ভ্যারিয়েন্টের খোঁজ মিললেও  ক্ষতি করার ক্ষমতা বৃদ্ধি হয়নি। তবে উপসর্গ এতটাই অন্যরকম যে JN1 আক্রান্তদের ওমিক্রনের অন্য সাব ভ্যারিয়েন্ট থেকে আলাদা করা কঠিন’।