বীরভূম: পৌষ মেলার প্লট বুকিংয়ের টাকা প্রায় চার গুণ বেড়ে যাওয়ায় শোরগোল বীরভূমে। শনিবার প্লট বুকিংয়ের শুরুর দিনেই ক্ষোভে ফেটে পড়েন ব্যবসায়ীরা। তাদের অভিযোগ , ২০১৯ সালে মেলার প্রতি স্কোয়ার ফুটের দর ছিল ২৫ টাকা। এবারে তা বেড়ে হয়েছে ১০০ টাকা। এমনকি রেস্তোরাঁ এবং হস্তশিল্পের জন্য কোনও রেট চার্ট লেখা হয়নি। ২০১৯ এর পর পূর্ব পল্লীর মাঠে পৌষমেলা নিয়ে উৎসাহ ছিলই। বহু টালবাহানার পর আবারও পূর্ব পল্লীর মাঠে হচ্ছে মেলা। এই বছরও বিশ্বভারতীতে পৌষমেলা হবে না বলেই জানায় কর্তৃপক্ষ। প্রতিবাদে বিক্ষোভও দেখায় বাংলা সংস্কৃতি মঞ্চ।

 

২০২০ সালে কোভিডের পর থেকেই দু’বছর বন্ধ ছিল মেলা। পৌষমেলাকে কেন্দ্র করে শান্তিনিকেতনের ব্যবসার বাড়বাড়ন্ত চোখে পড়ার মত। দু’বছর মেলা বন্ধ থাকায় হোটেল এবং লজ ব্যবস্থার যথেষ্ট ক্ষতি হয়। ২০২২ সালে পৌষ উৎসবের আয়োজন করা হয়েছিল বিশ্বভারতীতে। ডাকবাংলো মাঠে রাজ্য রাজ্য সরকারের সহযোগিতায় বিকল্প পৌষ মেলার আয়োজন করে বোলপুর পুরসভা।