puri jagganth mandir dress code

দীপু দা নামে প্রায় সকলেই পরিচিত । দীপু দা শুধু নাম নয়, এর অর্থ দীঘা, পুরী, দার্জিলিঙ । ট্যুর ছোট হোক বা বড় বেড়াতে যাওয়ার নাম শুনলে সবাই এক পায়ে খাঁড়া । সেই বেড়ানোর জায়গা যদি পুরী হয় তাহলে তো কোনও কথাই নেই । কথিত, উড়িষ্যার মালিক জগন্নাথ দেবের ইচ্ছে না থাকলে পুরী যাওয়া হয় না । বেড়ানো কিংবা পুজো দেওয়া পুরীর মত মনোরম জায়গা খুব কমই হয় । তবে মন্দিরে যেতে গেলে মানতে হবে কিছু বিধিনিষেধ ।

 

 

দক্ষিণ ভারতের অনেক মন্দিরেই পোশাকবিধির কড়কড়ি আছে । সম্প্রতি উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দিরেও পোশাকবিধি জারি করা হয়ছে। এবার সেই পথেই হাঁটছে পুরীর মন্দির কতৃপক্ষ । সেবাইতদের পরে ভক্তদের জারি হচ্ছে পোশাকবিধি । মন্দির কতৃপক্ষের নির্দেশ অনুযায়ী টর্ন জিন্স, বারমুডা, স্লিভলেস পোশাক পরে মন্দিরে প্রবেশ করা যাবে না । ধর্মীয় ভাবাবেগের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত । অনেকেই পার্ক, সমুদ্র সৈকতের মত মন্দিরকেও বিনোদনের জায়গা মনে করেন। তাতে ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগে । তাই বাধ্য হয়েই মন্দির কতৃপক্ষকে এই সিদ্ধান্ত নিতে হল । তবে এই নিয়ম এখনই জারি হচ্ছে না, শুরু হবে নতুন বছর থেকে ।