প্রকাশ্যে এল লোকসভা নির্বাচনের দিনক্ষণ। শনিবার লোকসভা নির্বাচন ২০২৪ এর নির্ঘন্ট প্রকাশ করল জাতীয় নির্বাচন কমিশন। নির্বাচন শুরু হবে ১৯শে এপ্রিল, চলবে ১লা জুন পর্যন্ত। বিভিন্ন রাজ্যে ক’ দফায় নির্বাচন হবে তা জানা গেছে জাতীয় নির্বাচন কমিশনের রিপোর্ট থেকে। দিল্লিতে ভোট হবে ১ দফায়। দিল্লিতে সাত জেলায় এক দফাতেই ভোট হবে। গণনা প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত নির্বাচন আচরণবিধি মেনে চলতে হবে ।

 

চাঁদনি চক, উত্তর পূর্ব দিল্লি, পূর্ব দিল্লি, নয়াদিল্লি, উত্তর পশ্চিম দিল্লি, পশ্চিম দিল্লি, দক্ষিণ দিল্লি- দিল্লির এই সমস্ত আসনে ভোট হবে ২৫শে মে। চলতি বছরের মে মাসেই শেষ হবে সরকারের মেয়াদ। স্বাভাবিক ভাবেই মে মাসেই শেষ করতে হবে ভোট প্রক্রিয়া।  সেই মোতাবেক বিভিন্ন রাজনৈতিক দলগুলির মধ্যে লোকসভা নির্বাচনের প্রস্তুতি আগে থেকেই শুরু হয়ে যায়। অবশেষে ১৬ই নির্বাচন লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করা হয়।

 

চলতি বছর লোকসভা নির্বাচন ছাড়াও অনেক রাজ্যে বিধানসভা ভোটও আছে। অরুণাচলপ্রদেশ, সিকিম , ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, হরিয়ানাতেও বিধানসভা ভোট আছে। শনিবার বিধানসভা ভোটেরও নির্ঘন্ট ঘোষণা করা হল।

 

উল্লেখ্য ২০১৯ এ সোকসভা নির্বাচন শুরু হয়েছিল ১১ই এপ্রিল। সাত দফায় ভোট হয়েছিল।  ফল ঘোষণা হয়েছিল ২৩শে মে। লোকসভা ভোটে সকলের নজর দিল্লির ফলাফলের দিকে। চলতি বছর লোকসভা নির্বাচনে দিল্লিতে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতার পথে হেঁটেছে আপ। দিল্লিতে সাতটি আসনের মধ্যে কংগ্রেস লড়বে ৩টিতে ও আম আদমি পার্টি লড়বে ৪ টি আসনে।নির্বাচনের অনেক আগে থেকেই প্রস্তুতি নিচ্ছে আপ। তবে গত লোকসভা নির্বাচনে দিল্লি সবক’টি আসনই জিতেছিল বিজেপি। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে দিল্লি থেকে ভারতীয় জনতা পার্টি জেতে সাতটি আসন। কংগ্রেস ২২ শতাংশের বেশি ভোট পেয়ে দ্বিতীয় স্থান দখল করে। তালিকায় তৃতীয় স্থান দখল করেছিল আম আদমি পার্টি। দিল্লি বিধানসভা নির্বাচন ও পৌর নির্বাচনে আপ বিজেপি ও কংগ্রেসকে পরাজিত করেছে। পঞ্জাবে কংগ্রেস সরকারকেও ক্ষমতাচ্যূত করে আম আদমি পার্টি।

 

আরও পড়ুন: Model Code of Conduct: ভোট ঘোষণা হতেই জারি নির্বাচনী আচরণবিধি, কী এই মডেল কোডাক্ট