লোকসভা ভোটের আগে কার্যকর হল নাগরিকত্ব আইন বা CAA। এদিনের জন্য নির্দিষ্ট অনলাইন ওয়েব পোর্টাল চালু করল স্বরাষ্ট্র মন্ত্রক। ইন্ডিয়ান সিটিজেনশিপ নামক ওয়েব পোর্টাল তৈরি হল নাগরিকত্ব আইনের জন্য।  আগামী দিনে নির্দিষ্ট মোবাইল অ্যাপও চালু হবে। এবার এই অ্যাপের মাধ্যমে ঘরে বসেই নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন নাগরিকরা। কীভাবে আবেদন করতে পারবেন এবং কী কী তথ্য লাগবে জেনে নিন।

 

আবেদন জানানোর জন্য যেসব নথি লাগবে

  • আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে জারি করা পাসপোর্ট
  • আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ কতৃক জারি করা জন্ম সার্টিফিকেট
  • ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস কতৃক জারি করা রেজিস্টরেশন সার্টিফিকেট বা রিজিওনাল পারমিট
  • আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ কতৃক জারি করা এডুকেশনাল সার্টিফিকেট বা শিক্ষাগত যোগ্যতা
  • তিন দেশের সরকার কতৃক দ্বারা যে কোনও পরিচয় পত্র
  • তিন দেশের সরকার কতৃক জারি করা জমি বা বাড়ির দলিল
  • এমন যে কোনও নথি প্রমাণ করে আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশের নাগরিক ছিলেন
  • যে কোনও নথি প্রমাণ করে আবেদনকারীর বাবা, মা, ঠাকুমা, ঠাকুরদা এই তিন দেশের নাগরিক ছিলেন 

 

৩১শে ডিসেম্বর ২০২৪ এর আগে যে তারা ভারতে প্রবেশ করেছে তার উপযুক্ত নথি দেখাতে হবে। যার মধ্যে রয়েছে ভারতে আসার সময় ভিসা, ESIC, স্কুল সার্টিফিকেট, অ্যাকাডেমিক সার্টিফিকেট, রেশন কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, জন্ম সার্টিফিকেট, প্যান কার্ড, জমি বাড়ির দলিল ইত্যাদি। নথি সংক্রান্ত বিস্তারিত জানতে কেন্দ্রীয় সরকারের অফিসিয়াল ওয়েবসাইট চেক করতে হবে।

 

কীভাবে নাগরিকত্বর জন্য আবেদন করতে হবে?

প্রথমে ফোনের ব্রাউজারে গিয়ে সার্চ করুন ইন্ডিয়ান সিটিজেনশিপ অনলাইন অথবা https://indiancitizenshiponline.nic.in/। প্রথমে ওয়েব সাইটের লিঙ্কে ক্লিক করতে হবে, সেখানে একাধিক অপশন দেখা যাবে

 

  • আবেদনের জন্য প্রথমে ‘onlie services’ অপশন ক্লিক করতে হবে
  • তারপর সেখানে কোন আইনের  অন্তর্গত আবেদন করতে চান তার জন্য ক্লিক করতে হবে
  • রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করলে একটি পেজ খুলে যাবে
  • সেখানে আপনি আবেদন করার যোগ্য কিনা, কী কী নথি লাগবে, পাসপোর্ট লাগবে কিনা সেই সমস্ত তথ্য পেয়ে যাবেন
  • তারপর ধাপে ধাপে ফর্ম ফিলাপ করতে হবে
  • ফর্ম ফিলাপের পর প্রয়োজীয় নথি আপলোড করতে হবে
  • আপলোড করতে হবে ছবি এবং সিগনেচার
  • আপনার দেওয়া তথ্য খতিয়ে দেখবে স্বরাষ্ট্র মন্ত্রক
  • তারপর নির্দিষ্ট টাকা পেমেন্ট করতে হবে
  • এরপর ফর্ম সাবমিট হবে

আবেদনকারীর সুবিধার্থে উক্ত ওয়েবসাইটে স্যাম্পেল ফাইল অথবা কীভাবে আবেদন করতে হবে তাও পেয়ে যাবেন। সেখানে ক্লিক করলে ফর্মটি কেমন দেখতে হবে তা জানতে পারবেন।

 

 

আরও পড়ুন: Travel In India: ভুলে যান মলদ্বীপ, আপনার স্বপ্নের ডেস্টিনেশন হতেই পারে ভারতবর্ষের মধ্যে