কলকাতা: শহর কলকাতার অন্যতম লাইফ লাইন মেট্রো। বর্তমানে শহর কলকাতার বুকে বেশ কিছু লাইনে একসঙ্গে চলে মেট্রো। যার মধ্যে অন্যতম ইস ওয়েস্ট মেট্রে। উত্তর – দক্ষিণ শাখার মতো না হলেও এই লাইেও প্রতিদিনই প্রচুর মানুষের যাতায়াত। শিয়ালদহ থেকে সল্টলেকে সেক্টর ফাইভের মধ্যে আপাতত পাওয়া যায় ইস্ট – ওয়েস্ট মেট্রো পরিষেবা। অফিসের ব্যস্ত সময় শিয়ালদহ থেকে সল্টলেকের অফিস পাড়ায় পৌঁছন অনেক সহজ হয়েছে এই মেট্রো রুট চালু হওয়ায়। এই রুটে শিয়ালদহ থেকে প্রথম মেট্রো ছাড়ে ৬টা ৫৫ মিনিটে। আর সল্টলেক থেকে দিনের প্রথম মেট্রো ছাড়ে সকাল ৭টায়। উল্টোদিকে শিয়ালদহ থেকে সেক্টর ফাইভের জন্য শেষ মেট্রো ছাড়ে রাত ৯টা বেজে ৩৫ মিনিটে। আর সেক্টর ফাইভ থেকে শিয়ালদহের উদ্দেশে দিনের শেষ মেট্রো ছাড়ে রাত্রি ৯টা ৪০ মিনিটে।

 

কাজের জন্য এবার বন্ধ থাকতে চলেছে মেট্রো পরিষেবা। চলতি সপ্তাহে পরপর দু’দিন বন্ধ থাকবে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা। যার জেরে বিপাকে পড়তে পারেন কয়েক হাজার যাত্রী। চলতি সপ্তাহের শেষের দিকে পরপর ২৩ ও ২৪ তারিখ দু’দিন মিলবে না শিয়ালদহ – সল্টলেক মেট্রো পরিষেবা। এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, যান্ত্রিক কাজের কারণে বন্ধ থাকবে মেট্রো চলাচল। ২৩ এবং ২৪শে ফেব্রুয়ারি বন্ধ থাকবে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা। জানা গেছে, এই রুটে মেট্রো অপারেশনটি ব্যাক আপ কন্ট্রোল সেন্টার থেকে অপারেশন কন্ট্রোল সেন্টারে আনা হচ্ছে। আর এই গোটা কাজটি সম্পাদন করার জন্য আগামী শুক্র এবং শনিবার শিয়ালদহ – সল্টলেক রুটে পাওয়া যাবে না মেট্রো পরিষেবা।

 

 

 

 

One thought on “Kolkata Metro: পরপর দুদিন বন্ধ ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা, নাকাল নিত্য যাত্রীরা”

Comments are closed.