Ayodhya Ram Mandir

প্রাণ প্রতিষ্ঠার পর থেকে পুণ্যার্থীদের ঢল নামছে অযোধ্যার রাম মন্দিরে। গত ২৩শে জানুয়ারি থেকে প্রতিদিন প্রায় লাখ লাখ দর্শনার্থী রামলালাকে দর্শন করতে হাজির হচ্ছে অযোধ্যায়। ১৮ ঘণ্টা ধরে প্রতিদিন চলছে রামলালার দর্শন। এর জেরে ক্লান্ত হয়ে পড়েছেন রামলালা। তাঁর বিশ্রামের জন্য প্রতিদিন এক ঘণ্টা করে সময় ধার্য করল রাম মন্দির ট্রাস্ট।

 

অযোধ্যা রাম মন্দিরের প্রধান পুরোহিত জানাচ্ছেন, রামলালা পাঁচ বছরের একজন বালক। তাই তাঁর বিশ্রামের প্রয়োজন রয়েছে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার থেকে এক ঘণ্টা করে প্রতিদিন বিশ্রাম নেবেন ভগবান। দুপুর সাড়ে ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত এবার থেকে রাম মন্দিরের দরজা বন্ধ থাকবে। ওই সময় পুণ্যার্থীরা দর্শন পাবেন না।

 

শুক্রবার থেকেই এক ঘণ্টা করে রাম মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ট্রাস্ট কর্তৃপক্ষ। এতদিন ভোর ৬টা থেকে মন্দির খুলত এবং বন্ধ হত রাত ১০টায়। ভক্তদের দর্শন দেওয়ার আগে ভোর ৪টে নাগাদ শয়ন ভাঙানো হচ্ছিল রামলালার। অর্থাৎ মাত্র ছয় ঘণ্টা ঘুম হচ্ছিল তাঁর। পাঁচ বছরের বালক রামের কি এত কম ঘুমে হয়? রাম মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস বলেন, ‘এ ধকল নেওয়া তাঁর পক্ষে সম্ভ নয়। এবার থেকে রোজ দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত এক ঘণ্টা বিশ্রাম নেবেন রামলালা। ওই সময় বন্ধ রাখা হবে মন্দির। ভোররাত থেকে রাত পর্যন্ত জেগে থাকার ধকল কারও পক্ষেই নেওয়া সম্ভব নয়। তাই দেবশিশুকে এক ঘণ্টা বিশ্রাম করানোর সিদ্ধান্ত নিয়েছে ট্রাস্ট।’

 

গত ২২শে জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর(Narendra Modi) হাতে প্রাণ প্রতিষ্ঠার আগে ভক্তদের জন্য দর্শনের সময় ছিল সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। কিন্তু, অসংখ্য দর্শনার্থীদের ভিড় উপচে পড়ায় সেই সময় বাড়িয়ে ভোর ৬টা থেকে রাত ১০টা করা হয়। এর আগে রামলালা দুপুর দেড়টা থেকে সাড়ে ৩টে পর্যন্ত বিশ্রাম নিতেন। কিন্তু, ভিড় বাড়ার পর থেকে সেই বিরতির সময়টুকুও পাচ্ছিলেন না বালক রাম। ক্লান্ত হয়ে পড়ছিলেন ভক্তদের দর্শন দিতে দিতে। এমনটাই জানিয়েছে অযোধ্যাধামের ট্রাস্ট। এবার থেকে তাই এক ঘণ্টা করে রাম মন্দির বন্ধ করে বালক রামের দিবানিদ্রার ব্যবস্থা করা হল।