‘নন্দিনী’র (Nandini) হাত ধরে ওয়েব সিরিজে যাত্রা শুরু করলেন ঋতাভরি (Ritabhari Chakraborty) চক্রবর্তী। ২২শে সেপ্টেম্বর আড্ডা টাইমসের (Addatimes) ইনস্টাগ্রামে ঋতাভরির, (Ritabhari Chakraborty) নন্দিনী (Nandini) রূপে প্রথম লুক প্রকাশ পায়। আড্ডা টাইমসের আপকামিং নতুন ওয়েব সিরিজ ‘নন্দিনী’ (Nandini) । এই সিরিজে রিতা ভরির পাশাপাশি ঋতাভরী চক্রবর্তী, দেবযানী চ্যাটার্জি, কিঞ্জল নন্দা, সুহোত্রা মুখোপাধ্যায়, স্বেতা ভট্টাচার্য, সন্দীপ ভট্টাচার্য এবং আলিভিয়া সরকার অভিনয় করছেন। 

 

 

View this post on Instagram

 

A post shared by Addatimes (@addatimes_)

‘নন্দিনী’ (Nandini) গল্পে স্নিগ্ধা নামের একটি মেয়ের জীবনের গল্প যে চরিত্রে অভিনয় করছেন স্বয়ং ঋতাভরী চক্রবর্তী। এই ওয়েব সিরিজের মূল কাহিনী হলো স্নিগ্ধা নামের চরিত্রটি এই গল্পে সন্তানসম্ভবা হন। যা তার জীবনে অনেক খুশি এনে দেয় এবং তার পরিবারও অনেক আনন্দ করতে থাকে । কিন্তু এই খুশি বেশী দিন টেকে না। ডাক্তার খুব তাড়াতাড়ি জানিয়ে দেয় যে এই বাচ্চা কিছুদিনের মধ্যেই নষ্ট হয়ে যেতে পারে। তাই যত তাড়াতাড়ি সম্ভব তিনি যেন গর্ভপাত করিয়ে নেন ।এই খবর শোনার পর স্বাভাবিকভাবেই স্নিগ্ধার পরিবারের সকলের ঘুম উড়ে যায় কিন্তু হঠাৎ করেই রাতের বেলা স্নিগ্ধার টেলিফোন বেজে ওঠে এবং একটি বাচ্চা বলে ওঠে ‘মা আমি এখনো মরে যায়নি আমি এখনো বেঁচে আছি’ তারপরের গল্পটা শুনতেই জানতে আপনাদেরকে দেখতেই হবে নন্দিনী (Nandini)

আরও পড়ুনঃ Dev Bagha Jatin: বাঘাজতীনে সিনেমার নতুন পোস্টারের চমক

 ঋতাভরির (Ritabhari Chakraborty) এই নতুন ওয়েব সিরিজটি বেশ কিছু মাইলস্টোন ক্রস করবে। নন্দিনী (Nandini) এমন একটি গল্প যা মানুষ পছন্দ না করে পারবেনা। এই গল্পটি থেকে প্রত্যেকটি মা নন্দিনীর (Nandini) সাথে সম্পর্ক করতে পারেন কারণ তারা যে সংগ্রামের মধ্য দিয়ে যায় তা তাদের সন্তানের জন্য এবং নিজেদের জন্য একই রকম। একটি ইন্টারভিউতে ঋতাভরি (Ritabhari Chakraborty) বলেন ‘আমি আমার ওয়েব অভিষেকের জন্য খুব উত্তেজিত আমি এই গল্পে আমার সব দিয়েছি। একজন গর্ভবতী নারীর চরিত্রে অভিনয় করায় এটা আমার জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল। আমি শেখার, বোঝার,চরিত্রটি চিত্রিত করার, অভিনয় করার এবং সেই সাথে বেঁচে থাকার চেষ্টা করেছি। আমি শুধু আশা করি আমি ন্যায় বিচার করেছি’।

 

এই ওয়েব সিরিজের পরিচালক ফালাক মীর (Falak Mir) বলেন ‘ অনেকদিন ধরেই আমার ছবির জন্য গল্প খুজছিলাম আমার স্ত্রী আমাকে সায়ন্তনী পুটাতুন্ডার (Sayantani Putatunda) উপন্যাসটি দিয়েছেন। উপন্যাসটি পড়ে আমি চিত্রনাট্য লেখা শুরু করি। যখন আমরা লিড কাস্ট নিয়ে আলোচনা করছিলাম তখন আমার মাথায় প্রথম নামটি এসেছিল ঋতাভরি (Ritabhari Chakraborty)। ঋতাভরি (Ritabhari Chakraborty) তার কাজের প্রতি অত্যন্ত প্যাসনেট এবং ডেডিকেটেড। শুটিংয়ের সময় তিনি আমার দেওয়া প্রতি মিনিটের বিবরণ অনুসরণ করতেন এবং সেই অনুযায়ী সেগুলি চিত্রিত করতেন ।