সামনেই সরস্বতী পুজো। অর্থাৎ বাঙালির ভ্যালেন্টাইনস ডে। তাই বাঙালির প্রেম দিবসকে আরও স্পেশ্যাল করে তুলতে ফ্যাশন ডিজাইনার জন সেনগুপ্ত লঞ্চ করলেন তাঁর নয়া কালেকশন। তবে মহিলাদের জন্য নয়, পুরুষদের কথা মাথায় রেখেই জনের নয়া প্রয়াস। ইয়াং জেনারেশনের অনেকেই ধুতি পরতে চাননা। সেই ভাবনা থেকেই জনের তৈরি ধুতিতে ফ্যাব্রিক এবং দক্ষ নৈপুণ্যতার ছোঁয়া রাখার চেষ্টা করা হয়েছে।

যাতে পুরুষদের যেকোন ক্ষেত্রে স্টাইলিশ দেখাতে খুবই সহজ হয়। ধুতি ছাড়া ও জনের নয়া কালেকশনে রয়েছে অ্যাপ্লিক করা কুর্তা, হ্যান্ড এমব্রয়ডারি করা স্টাইলিশ ব্লেজার এবং ড্রপ ক্রচ প্যান্ট। যা পরতে খুবই আরামদায়ক। বসন্ত ঋতুতে যখন সকলের হৃদয় সতেজতা এবং আনন্দে ভরে যায়, তখন জনের পোশাক গুলি সেই মেজাজকে সঙ্গী দেওয়ার জন্য উপযুক্ত হয়ে ওঠে। অভিষেক ব্যানার্জির পরা জনের নতুন কালেকশনের চিত্রগ্রহনের দায়িত্ব সামলেছেন সারন্যা সেনগুপ্ত।

সামনেই সরস্বতী পুজো। অর্থাৎ বাঙালির ভ্যালেন্টাইনস ডে। তাই বাঙালির প্রেম দিবসকে আরও স্পেশ্যাল করে তুলতে ফ্যাশন ডিজাইনার জন সেনগুপ্ত লঞ্চ করলেন তাঁর নয়া কালেকশন। তবে মহিলাদের জন্য নয়, পুরুষদের কথা মাথায় রেখেই জনের নয়া প্রয়াস। ইয়াং জেনারেশনের অনেকেই ধুতি পরতে চাননা। সেই ভাবনা থেকেই জনের তৈরি ধুতিতে ফ্যাব্রিক এবং দক্ষ নৈপুণ্যতার ছোঁয়া রাখার চেষ্টা করা হয়েছে।

যাতে পুরুষদের যেকোন ক্ষেত্রে স্টাইলিশ দেখাতে খুবই সহজ হয়। ধুতি ছাড়া ও জনের নয়া কালেকশনে রয়েছে অ্যাপ্লিক করা কুর্তা, হ্যান্ড এমব্রয়ডারি করা স্টাইলিশ ব্লেজার এবং ড্রপ ক্রচ প্যান্ট। যা পরতে খুবই আরামদায়ক। বসন্ত ঋতুতে যখন সকলের হৃদয় সতেজতা এবং আনন্দে ভরে যায়, তখন জনের পোশাক গুলি সেই মেজাজকে সঙ্গী দেওয়ার জন্য উপযুক্ত হয়ে ওঠে। অভিষেক ব্যানার্জির পরা জনের নতুন কালেকশনের চিত্রগ্রহনের দায়িত্ব সামলেছেন সারন্যা সেনগুপ্ত।