কলকাতা: মুর্শিদাবাদ থেকে কলকাতা। কলকাতায় এসে ছিলেন পড়াশোনা করতে। স্কটিশ চার্চ কলেজে পড়াশোনার পাশাপাশি থিয়েটারে অভিনয় , সেখান থেকেই ছোটপর্দায় কাজ শুরু শ্বেতা মিশ্রর (Sweta Mishra)। সন্ধে হলেই জি বাংলার সুবাদে তাঁর নিত্য নতুন দুষ্টুমিতে নাভিশ্বাস ওঠে দর্শকদের। আসুন জেনে নিন ইচ্ছে পুতুলের ময়ূরী বাস্তবে কেমন?

 

প্রশ্ন: বটানি অনার্স পাশ করে উচ্চ শিক্ষার জন্য কিছু ভাবছ?

শ্বেতা: “ভাবছি। অনার্স অনেক দিন আগে শেষ হয়েছে , মাস্টার্স করার ইচ্ছে আছে। সময় হচ্ছে না। এত বছর হয়ে গেছে, পড়াশোনার অভ্যেস নেই। কিন্তু হয়ে যাবে। এখন কোনও কাজেই বয়সের বেড়াজাল নেই”।

 

প্রশ্ন: ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার শখ ছিল?

শ্বেতা: “অভিনেত্রী হব এমন কোনও ইচ্ছে ছিল না”।

 

প্রশ্ন: নেগেটিভ চরিত্র করার সময় ইমপ্রেশন নিয়ে কিছু ভাবো?

শ্বেতা: “না অনেক নেগেটিভ চরিত্র করেছি। এখন দর্শকও বুঝে গেছে রিল লাইফ আর রিয়েল লাইফ আলাদা হয়। অন লাইনে অনেক মন্তব্য আসে কিন্তু একবার দেখা করলে ধারণা বদলে যাবে”।

 

অভিনেত্রী শ্বেতা মিশ্র (Sweta Mishra) একান্ত আলাপচারিতায় Gossipy Bong এর সাথে