কলকাতা: বাংলা সিনেমার স্বর্ণযুগের অভিনেত্রী শ্রীলা মজুমদার (Sreela Majumdar)। দুই , তিন বছর ধরে ক্যানসারে ভুগছিলেন অভিনেত্রী। অবশেষে লড়াইয়ের অবসান ঘটল। মাত্র ৬৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেত্রী শ্রীলা মজুমদার (Sreela Majumdar)। বাংলা এবং হিন্দি বিনোদন দুনিয়ার বিখ্যাত অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে কাজ করেছেন তিনি। তাঁর অকাল প্রয়াণের খবর নিশ্চিত করেছেন অভিনেত্রীর স্বামী। ক্যানসারের কথা কাউকে জানতে দেননি অভিনেত্রী । জীবনযুদ্ধে একাই লড়েছেন তিনি। টালিগঞ্জে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এই স্বনামধন্য অভিনেত্রী। আজ রাতেই হবে শ্রীলা মজুমদারের (Sreela Majumdar) শেষকৃত্য।

 

মাত্র ১৬ বছর বয়সে একটি নাটকের মহড়া থেকে সিনেমার জগতে নিয়ে এসেছিলেন স্বনামধন্য পরিচালক মৃণাল সেন (Mrinal Sen)। ১৯৮০ সালে মৃণাল সেন পরিচালিত পরশুরাম ছবির মাধ্যমে চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করেন প্রয়াত অভিনেত্রী শ্রীলা মজুমদার (Sreela Majumdar)। তাঁর জীবনের উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে অন্যতম গৌতম চট্টোপাধ্যায়ের ‘মহীনের ঘোড়াগুলি’। বাংলা সিনেমায় তাঁর অনবদ্য অভিনয় মুগ্ধ করেছিল দর্শককে। তাঁর অভিনয় শুধু টলিউডেই সীমাবদ্ধ থাকেনি। অভিনয় প্রতিভার বিচ্ছুরণ ঘটেছিল সুদূর মুম্বইয়ে। বলিউডের নামজাদা তারকাদের সঙ্গেও কাজ করেছিলেন। শাবানা আজমি, নাসিরুদ্দিন শাহ, স্মিতা পাটিলের সঙ্গেও অভিনয় করেছিলেন তিনি। শ্রীলা মজুমদারের(Sreela Majumdar) অভিনয় কেরিয়ারের আরও একটি উল্লেখযোগ্য দিক হল, ২০০৩ সালে চোখের বালি সিনেমায় ঐশ্বর্য রাই বচ্চনের (Aishwarya Rai Bachchan) জন্য বাংলায় কণ্ঠ দিয়েছিলেন। শ্রীলা মজুমদারের (Sreela Majumdar) স্বতস্ফূর্ত অভিনয় তাঁকে টলিউডের ব্যতিক্রমী অভিনেত্রী হয়ে উঠতে সাহায্য করেছিল। তাঁর প্রয়াণে সিনে দুনিয়া হারাল অভিভাবিকাকে।