অযোধ্যা: রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার এই মুহূর্ত কেবলমাত্র বিজয়ের নয়, বিনয়েরও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) গলায় এদিন শোনা গেল বিরোধীদের উদ্দেশে বিশেষ বার্তা। তিনি বলেন, ‘যাঁরা বলেছিলেন রাম মন্দির নির্মাণ হলে আগুন জ্বলবে, তারা ভারতের সামাজিক ভাবাবেগ চেনেন না। তাদের সকলকে বলব, এই মন্দির দর্শনে আসুন, ঐতিহাসিক মুহূর্ত অনুভব করুন। নিজেদের চিন্তাভাবনা বদলে ফেলুন।’

 

রাম মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানকে BJP-RSS রাজনৈতিক হাতিয়ারে পরিণত করেছে। দেশের প্রধান বিরোধী দল কংগ্রেস এই অজুহাতেই সোমবারের অযোধ্যার উৎসবে যোগদান করেনি। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নিরপেক্ষ দেশে কোনও ধর্মীয় অনুষ্ঠান হওয়া সংবিধান বিরোধী। এমন অভিযোগে আমন্ত্রণ প্রত্যাখ্যান করে সিপিআইএম। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandyopadhyay)কথায়, ‘এই রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উৎসব আদতে রাজনৈতিক গিমিক।’ এদিন ভাষণে সেই সমস্ত অভিযোগকেই যেন এক এক করে খণ্ডন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।

 

প্রধানমন্ত্রী এদিন বলেন, ‘দীর্ঘ সময় ধরে এই রাম মন্দির নির্মাণে যে আপত্তি এসেছিল তা খতম হল। আমাদের পূর্বজরা অনেক ত্যাগ সহ্য করেছেন। আমাদের দেশের সংবিধানের প্রথমেই ভগবান রাম বিরাজমান। কাল আমি শ্রীরামের আশীর্বাদে ধনুশকোটিতে রাম সেতুর নির্মাণ স্থলে গিয়েছিলাম। ওই মুহূর্তে রামচন্দ্র কালচক্র বদলে দিয়েছিলেন। আমি অনুভব করতে পৌঁছে গিয়েছিলাম সেখানে। আমার ভিতর বিশ্বাস জন্মাল, যেভাবে সে সময় কালচক্র বদলেছিল, সেভাবেই ফের কালচক্র বদলে যাবে। শুভ দিশায় সেই কালচক্র এগোবে।’

 

নরেন্দ্র মোদী (Narendra Modi) বলেন, ‘এই সময়টা কেবলমাত্র জয়ের নয়, বিনয়েরও। ইতিহাস সাক্ষী রয়েছে অনেক দেশ নিজের ইতিহাসে গুলিয়ে ফেলেন। বহু দেশ সেই গুলিয়ে ফেলা ইতিহাসের জট ছাড়াতে গিয়ে ফেঁসে যান। কিন্তু, আমাদের দেশ যেভাবে এই ইতিহাসকে যত্ন করে স্মরণে রেখেছে, তা প্রমাণ করে আমাদের ভবিষ্যৎ চমৎকার। যারা বলেছিলেন রাম মন্দির হলে আগুন লেগে যাবে, তা ভারতের সামাজিক ভাবাবেগ চেনেন না। রামলালার মন্দিরের নির্মাণ ভারতীয় সমাজের শান্তি, সম্প্রীতি, সম্বন্বয় এবং ধৈর্যেরও প্রতীক। এই নির্মাণ কোনও আগুন নয় এক নবশক্তির জন্ম দিল। রাম মন্দির সমাজের প্রতিটি বর্গের মানুষকে উজ্জ্বল ভবিষ্যৎ দেওয়ার প্রেরণা নিয়ে এসেছে। আসুন আপনারা সকলে মন্দির দর্শন করুন। নিজেদের ভাবনাচিন্তা বদলে ফেলুন। রাম আগুন নয়, রাম বিবাদ নয়। রাম শক্তি। রাম সামাধান। রাম শুধু আমাদের নয়, রাম সকলের। রাম শুধু বর্তমান নয়, রাম অনন্তকাল।’