নথি অনুযায়ী, আজকেই জন্মদিন তাঁর। আর সেই তথ্য অনুসারে ৬৯ ছুঁয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandyopadhyay)।  আজও তাঁর কণ্ঠস্বরে গমগম করে রাজনৈতিক মহল। মাইলের পর মাইল হেঁটে তিনি মিটিং-মিছিল করেন। এই দিন সকাল থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandyopadhyay) শুভেচ্ছা বন্যায় ভাসলেও তাঁর আসলে জন্মদিন মহাষ্টমীর দিন সন্ধিপুজোর সময়। এই নিয়ে তিনি লিখেছিলেন নিজের বই ‘একান্তে’-তে। অনেকের কাছেই তা অজানা। তাই ৫ জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষও (Kunal Ghosh)। বহু পুরনো এক ছবি শেয়ার করে কুণাল ঘোষ লিখেছেন, ‘মমতাদির কাগজে কলমে জন্মদিন আজ। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ‘একান্তে’ নামক বইটিতে লিখেছেন, ‘মা-এর কথা অনুযায়ী দুর্গাপুজোর মহাষ্টমীর দিন সন্ধিপুজোর সময় আমার জন্ম হয়। এর আগে তিন দিন নাকি টানা বৃষ্টি হয়। আমার চোখ খোলার পর নাকি বৃষ্টি থেমে যায়। তাই মাঝে মাঝে ভাবি আমার বেশিরভাগ কর্মসূচিতেই অন্য অনেকের সঙ্গে বৃষ্টিও আমার সঙ্গী। এখন তো অনেক আমরা কোনও প্রোগ্রাম হলেই ধরে নিই যে এক ফোঁটা হলেও বৃষ্টি হবে।’ এদিন সকাল থেকেই অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandyopadhyay)।

 

 

সম্প্রতি দলের নবীন-প্রবীণ নিয়ে তৈরি হওয়া ‘বিতর্কে’ কুণাল ঘোষের একাধিক মন্তব্য রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিল। তৃণমূলের রাজ্য সম্পাদক সুব্রত বক্সিকে তোপ দেগেছিলেন তিনি। যদিও পরবর্তীতে সুর নরম করেছিলেন কুণাল। তিনি বলেছিলেন, ‘তৃণমূল অত্যন্ত বড় একটি পরিবার। সেখানে প্রথম ও শেষ কথা মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandyopadhyay) এবং দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)।’ সকল প্রজন্মকে নিয়েই তিন তিনবার রাজ্যে সরকার গঠন করা হয়েছে বলে দাবি করেছিলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandyopadhyay) ‘পুরনো চাল ভাতে বাড়ে’ এই মন্তব্যে সিলমোহর দিয়েছিলেন কুণাল (Kunal Ghosh)। সকলকে নিয়েই এগিয়ে যাবে দল, শোনা গিয়েছিল এই মন্তব্যও। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandyopadhayay)নথি অনুযায়ী জন্মদিনে কুণাল ঘোষের (Kunal Ghosh) এই শুভেচ্ছা রাজনৈতিক দিক থেকেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।